লংগদু প্রতিনিধি ॥
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঙামাটির লংগদু উপজেলার সাত ইউনিয়নে মোট ৩২০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার মোট সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৩৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৮ এবং সাধারণ সদস্য পদে ২১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। আগামী ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি। এছাড়া আগামী ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মোট সাত ইউনিয়নের মধ্যে এক নাম্বার আটারকছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে দশজন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দুই নাম্বার কালাপাকুজ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ প্রার্থী। তিন নাম্বার গুলশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৯ প্রার্থী। চার নাম্বার বগাচত্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯প্রার্থী। পাঁচ নাম্বার ভাসান্যাদম ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন এবং সাধারণ সদস্য পদে ২৫ প্রার্থী। ছয় নাম্বার মাইনীমূখ ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে আটজন এবং সাধারণ সদস্য পদে ২৭ জন। লংগদু সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত মহিলা সদস্য পদে নয়জন এবং সাধারণ সদস্য পদে ২৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।