দুইটি পৃথক পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির লংগদু উপজেলাতে বুধবার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী পালিত হয়েছে। এদিন লংগদু শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম এবং মাইনিমুখ বাজারে শ্রী শ্রী হরি মন্দিরে কুমারী পূজা হয়। কুমারী পূজায় ‘দেবী মায়ের’ বন্দনা আর প্রতিমা দর্শনের জন্য ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে দুটি মন্ডপেই। এছাড়া এদিন অষ্টমী বিহিত পূজা ও সন্ধি পূজা অনুষ্ঠিত হয়।
লংগদুর দুই পূজা মন্ডপ ঘুরে জানা গেলো, পূজার আয়োজন ও আনন্দ সম্পর্কে। সকালে বড়রা অঞ্জলি নিয়ে ব্যস্ত থাকলেও ছোটরা ছিলো তাদের মনের আনন্দ নিয়ে। খাওয়া-দাওয়া ও ঘুরে ঘুরে মন্ডপ দেখায় মাতোয়ারা ছিলো তারা।
লংগদু শারদীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়াময় চক্রবর্ত্তী বলেছেন, ” আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্ডপে আগামীকাল মহানবমীতে রাতে কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টে গাইবেন ব্যান্ড টর্চার।’
লংগদু সনাতন ছাত্রসেবক সংঘের সাধারণ সম্পাদক ইমন ধর বলেন, ‘এবারে লংগদুর দুটি পূজা মন্ডপেই আগের চেয়ে বড় পরিসরে পূজা উদযাপিত হচ্ছে। নবমীতে সন্ধ্যায় আরতির পাশাপাশি কনসার্টও হবে এবার।’
প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হওয়া বাংলার হিন্দু সম্প্রদায়ের এই সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব আগামী ১৯ই অক্টোবর শুক্রবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।