রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ বাজারে পাহাড়িকা বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল থেকে রোববার দুপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মোহাম্মদ হাসান (৭৫) নামের এ বৃদ্ধের পকেটে থাকা চিরকূটে লেখা ঠিকানা অনুযায়ী তার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা সদরে । পিতা মৃত মুন্সি আব্দুল লতিফ। তবে লংগদু থানা পুলিশ পটিয়া থানায় যোগাযোগ করে এর সত্যতা পায়নি । ধারণা করা হচ্ছে নিজেকে লুকাতে ভূয়া ঠিকানা ব্যবহার করেছেন তিনি ।
পাহাড়িকা হোটেল কর্তৃপক্ষ জানায় ,গত শুক্রবার দুপুরে হোটেলে রুমভাড়া করেন বৃদ্ধ । শনিবার হাটের দিন বাজার ঘুরে দেখেছেন । রাতে ঘুমানোর পরে রোববার সকালে রুম থেকে বের না হলে ১০ টার দিকে ডাকাডকি করলে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে।
লংগদু থানা পুলিশের কর্মকর্তা এসআই দুলাল হোসেন বলেন,আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি । সোমাবার ময়না তদন্তের জন্য লাশটি রাঙামাটি মর্গে পাঠানো হবে । এবং পুলিশের পক্ষ হতে লাশের পরিচয় জানতে সব ধরণের চেষ্টা করা হচ্ছে । এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।
3 Comments
Bangyali rai mere felse hoi tw nahole reason chara shudu shudu morbe kno….???
বাঙ্গালি রা তুমার মারে চুদাইছে???????
মাগীর বাচ্ছা নাক ভুছকার মাইরে চুদি
Md Ranader moto settler rai ei kuna kuni guli kre… tader comment ei tar vab prokash krche