রাঙামাটির লংগদু উপজেলায় এবার স্বাস্থ্য বিভাগের এক স্বাস্থ্য সহকারীর করোনা শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাথাছড়া এলাকায়।
শনিবার লংগদু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমা জানান, শনিবার সকালে দুই জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। তার মধ্যে এক স্বাস্থ্য সহকারী করোনা পজিটিভ এবং অন্যজন নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মীর শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’