
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি ” প্রতিপাদ্য বিষয়ের আলোকে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৪৭ তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করেছে রাঙামাটির লংগদু উপজেলা সমবায় অধিদপ্তর।
রোববার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা বজল আহাম্মেদ চৌধুরী, সমবায় কর্মকর্তা মো. ছদর আমীন, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান।
উপজেলা সমবায় দপ্তরের সহকারী প্রশিক্ষক নূর মোহাম্মাদ’র সঞ্চালনায় অতিথি ছাড়াও আরো বক্তব্য দেন লংগদু কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি আব্দুল কাদের জুয়েল, মাছ ব্যবসায়ী সমিতির তাজুল ইসলাম টিটন ও মটরসাইকেল চালক সমিতির সভাপতি মো. হানিফ প্রমূখ।