
রাঙামাটির লংগদুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনেরে উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা সদরে দলীয় কার্যালয় থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লংগদুু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এতে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. জানে আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ভাসাইন্যাদম যুবলীগের সভাপতি মোঃ ইউসুফ।
বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন মিলন, জেলা যুবলীগের সদস্য শাহ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন খান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছোটন কুমার দাশ প্রমুখ।