ওমর ফারুক মুছা,লংগদু ॥
রাঙামাটির লংগদুতে ১২ বছর অনূর্ধ্ব শিক্ষার্থীদের মাঝে কোভিড টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীন। রোববার লংগদু উপজেলা সদরে রেস্ট হাউজে এই টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইউএনও মাইনুল আবেদীন জানান, শুরুতে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় হাজাররে অধিক শিক্ষার্থীকে তিন দিনে করোনা টিকা প্রদান করা হবে। উদ্বোধনের প্রথম দিনে ১হাজার ২শত জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়। ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।
উদ্বোধনের সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবর, স্বাস্থ্য পরিদর্শক পুতুল বিকাশ চাকমা, সিনিয়র স্টাফ নার্স মাহফুজা আক্তারসহ স্বাস্থ্য কর্মীগণ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।