
এমপিওভূক্ত বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণের লক্ষে শিক্ষকদের পক্ষ থেকে ঢাকায় প্রেস ক্লাবে শিক্ষকদের অনশন ধর্মঘটসহ ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
রোববার রাবেতা মডেল কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচি পালন কালে তিনি বলেন, এ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার প্রতি আন্তরিক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য আমরা বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারীগণ জোর দাবি জানাচ্ছি। এসময় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আরাম করে চেয়ারে বসে
সব ক্লাস ফাঁকির ধান্দা??