লংগদু প্রতিনিধি ॥
লন টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। রাফায়েল নাদাল, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামসসহ বিশ্বের খ্যাতনামা টেনিস খেলোয়াড় হিসেবে পরিচিত হয়ে আছেন স্ব-মহিমায়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাঙামাটির লংগদুতে লন টেনিস কোর্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টেনিস কোর্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন। এ সময় ইউএনও বলেন, বিশ্বের প্রাচীন ও জনপ্রিয় এই খেলাকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির উদ্দেশ্য নিয়ে লংগদুতে লন টেনিসের যাত্রা শুরু হলো। আশা করি এই এলাকার তরুণ প্রজন্ম টেনিসের প্রতি আগ্রহী হবে এবং পেশাদার টেনিস খেলোয়াড় হয়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।
উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এবং এলজিইডি কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপ-সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম নাদিম।