“মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” প্রতিপাদ্য বিষয়ের আলোকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে লংগদুতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোস্তাক আহাম্মেদ।
তিনটিলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারি শিক্ষক মান্টি চাকমা’র সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিরা বলেন, শিক্ষার্জন শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, শিক্ষা সৌজন্যতা শেখায়, ন¤্রতা শেখায়, ভদ্রতা শেখায়, আচার আচরণ শেখায়। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষার সাথে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই জড়িত নয় , শিক্ষার মানোন্নয়নে মেধাবি ও দক্ষ শিক্ষকের খুব বেশি প্রয়োজন। সমাজে বসবাসরত ব্যক্তিদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষার সাথে স্বাস্থ্যর একটা নিবিড় সর্ম্পক আছে। সব কিছুর উন্নয়নই শিক্ষার উন্নয়ন নিশ্চিত করবে।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, অভিভাবকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা শিক্ষা অফিস। এ উপলক্ষে বুধবার দিনব্যাপী শিক্ষা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১২ মার্চ সমাপনী অনুষ্ঠানে ২০১৭ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।