বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার যুবলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভাসান্যাদম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্ব-পদে পুনর্বহাল করা হলো।
উল্লেখ্য গত জাতীয়, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান। এলাকায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত থাকায় এবং সংগঠনের পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে এ বছরের ১৩ জুন ভাসান্যাদম ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।