মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
সভায় বক্তব্য রাখেন,লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত,মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বড়ুয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,সাংবাদিক এখলাস মিঞা খান প্রমূখ।
সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন,মাদকের ভয়াবহ ছোঁবলে অাগামীর মেধাবী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিবেশি দেশগুলো মাদক পাচারের মাধ্যকে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে নেমেছে। আমাদের এ ভয়াবহ পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে হবে।
মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। পরিবার পরিজন ও সমাজের সকলে মিলে এর ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে।
বক্তারা আরো বলেন,,মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করা আমাদের সকলের কর্তব্য। শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সকলের সহযোগীতায় মাদক নির্মূলের অভিযানকে এগিয়ে নিতে হবে। আগামীর উন্নত বাংলাদেশ গড়তে হলে দেশের প্রধান সমস্যা মাদক নির্মূলের বিকল্প নেই।
সভাশেষে” মাদকের ভয়বহতা ও আমাদের করণীয় “বিষয়ক রচনা প্রতিযোগীতা এবং চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও সভাশেষে প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়।