লংগদু প্রতিনিধি ॥
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারি ও সুশীলসহ সংশ্লিষ্টদের জন্য দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এতে প্রশিক্ষণ প্রদান করেন হেডম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, হেডম্যান এখলাস মিঞা খান ও সার্ভেয়ার কামাল হোসেন ও জাইকা প্রতিনিধি ত্রিপন চাকমা।
কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পার্বত্য অঞ্চলে প্রথাগত যে সমাজ ব্যবস্থা তা খুবই গুরুত্ব বহন করে। এখানকার ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে সামাজিক ও পারিবারিক নানা রকম দ্বন্দ্ব নিরসনে কাজ করে এই প্রথা ব্যবস্থা। এখানকার পাড়া প্রধান ও মৌজা প্রধানরা সরকারি কাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন। তাদের কাজে আরো বেশি গতি আনতে ও দক্ষ করে তুলতে প্রশিক্ষনের বিকল্প নাই। আশা করছি দুদিন ব্যাপী এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞানকে অংশগ্রহনকারী হেডম্যান ও কার্বারিবৃন্দ মাঠ পর্যায়ে প্রয়োগের চেষ্টা করবেন। পাশাপাশি সমাজ থেকে মামলা মোকাদ্দমা কমানোর সাথে সাথে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে।
উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় কর্মশালায় উপজেলার ২৫টি মৌজার হেডম্যান, ৯৪ জন কার্বারি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।