জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের উদ্যোগে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অবহিত করণ ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বিশ্বজিত মহাজন।
বক্তব্যে তিনি বলেন, আগামী ৫ আগষ্ট ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রথম পর্যায়ে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১মাস বয়সি শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি এই উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, তিনি বলেন, এটি জাতীয় কর্মসূচী। তিনি সকলকে এই ব্যাপারে সহযোগীতার অনুরোধ করেন। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদেরকে গ্রামে গ্রামে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে মায়েদের বুঝানোর পারমর্শ দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিরণ তালুকদার, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাম মিঞা খান, লংগদু থানার ওসি প্রতিনিধি পরিদর্শক (তদন্ত) মহিউল, জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা শাখার সভাপতি আমিনুর রশীদ (প্রমুখ) বক্তব্য রাখেন।
এছাড়া অবহিতকরণ সভায় এনজিও প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি ও সংবাদকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন। সকলকে নিজ নিজ পর্যায়ে প্রচার করার জন্য অনুরোধ জানানো হয়।