রাঙামাটি

লংগদুতে বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে বিট পুলিশিং কার্যক্রমে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, জনবান্ধব পুলিশ ও জনগণের সম্পর্ক আরো উন্নয়ন করতে বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করা প্রয়োজন। বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবা জনগণের নিকট পৌঁছে দেয়া এবং সমাজে অপরাধ নির্মূলে জনগণকে সম্পৃক্ত করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে জনগণের এবং সংশ্লিষ্ট প্রার্থীদের সহায়তার পাশাপাশি প্রশাসনের সর্বাত্মক চেষ্টা ও প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন।

শনিবার বিকালে উপজেলার মাইনীমুখ বাইট্টাপাড়া স্টেশনে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এসব কথা বলেছেন।

লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিনের সভাপতিত্ব ও সঞ্চালনায় বিট পুলিশিং সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সীরাজুল ইসলাম ঝান্টু, বাঘাইছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদ। এসময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন আরো বলেন, জনগণের ভোট জনগণ দিবে এবং সৎ যোগ্য প্রার্থী বিবেচনা করে দিবেন। এই ব্যাপারে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকলকে ভোট কেন্দ্রে আসার আসার আহবান জানান। তিনি বলেন, কেউ যাতে নির্বাচন কেন্দ্রে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। শেষে বিট পুলিশিং কার্যক্রেম অংশগ্রহণের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + three =

Back to top button