রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর, ভাসাইন্যাদম ও গুলশাখালী এই তিন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে খেত ফসলের ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতি পূরণ বাবদ ৩৬ জনকে নগদ অর্থ অনুদান প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ।
বুধবার লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি উত্তর বন বিভাগের আয়োজনে পাবলাখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান নিয়াজির সভাপতিত্বে এই ক্ষতিপূরণ অর্থ প্রদান করা হয়। এসময় উপজেলার তিনটি ইউনিয়নের বন্যহাতিতে খেত ফসল সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৩৬জনকে জন প্রতি সাত হাজার টাকা করে মোট ২লক্ষ ৫২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, রাঙামাটি উঃ বনবিভাগের সহকারী বন সংরক্ষক কাজল কান্তি তালুকদার, মাইনীমুখ বন ও শুল্ক পরিক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, গুলশাখালী ইউপি চেয়ারম্যান আবু নাছির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।