‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, পুলিশ জনতা একসাথে চল’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে রাঙামাটির লংগদুতে কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে থানা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জানে আলম, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, মোস্তফা মিয়া, নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, আওয়ামীলীগ নেতা বাবুল দাশ বাবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ, শিক্ষক রবি রঞ্জন চাকমা, মনিশংকর চাকমা, শাহ নজরুল ইসলাম।
লংগদু পুলিশিং ফোরামের আয়োজনে উদ্বোধনী খেলায় লংগদু থানা একাদশ ৩-১ গোলে এএফসি স্পোটিং ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। টুর্নামেন্টে উপজেলার মোট ১৪ টি দল অংশগ্রহণ করেছে।