রাঙামাটির লংগদু উপজেলার পুলিশিং ফোরামের উদ্যোগে উপজেলার মাইনীমুখ ইউনিয়নে বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সোমবার উপজেলার মাইনীমুখ বাজারস্থ মাইনীমুখ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার এতে সভাপতিত্ব করেন।
ইউনিয়ন পুলিশিং ফোরামের সদস্য মোঃ তৈয়ব আলীর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম, মাইনীমুখ ইউপি সদস্যা ফাতেমা আক্তার জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক মোঃ নুর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঞ্জুম আরা মুন্নি, পুলিশিং ফোরামের সদস্য ছোটন কুমার দাশ, মাইনীমুখ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমন।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, জঙ্গীবাদ এবং মাদকের মাদকের ভয়াবহ চোবল থেকে সমাজকে বাঁচাতে হবে। যদি এইসবে সমাজ আক্রান্ত হয়ে যায় তাহলে আগামীতে দেশের জন্য অশনি সংক্ষেত বয়ে আনবে। তাই আমাদের সতর্ক হতে হবে। যুব সমাজ যাতে এসব ভায়াবহ কাজে জড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে বাল্যবিবাহ, জঙ্গীবাদ এবং মাদকের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে।