
রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। সাজ্জাদ হোসেন সায়েম (৩) ও আবু সুফিয়ান (৩) নামের শিশু দুটি উপজেলার গাঁথাছড়া গ্রামের এফআইডিসি পাড়ার বাসিন্দা আব্দুল জব্বার ও সাইদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সকাল ১০টায় নাস্তা খেয়ে বসতবাড়ির পাশেই খেলা করছিলো শিশু দুটি। ঘন্টাখানিক পরে শিশু আবু সুফিয়ানের মা কম্বল রোদে দেয়ার জন্য লেকের পাড়ে গিয়ে শিশুদের পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। এলাকাবাসীর সহযোগিতায় শিশু দুজনকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ মীর আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১ টার পরে দুটি শিশুর নিথর দেহ হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখি শিশু দুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।