রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে স্থানীয় এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। মৃত গিয়াস উদ্দীন(৬০) লংগদু সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার পারিবারিক সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ঝর্নাটিলা গ্রামের নিজবাড়ি থেকে নৌকাযোগে উপজেলা সদরে বাজারে আসেন তিনি। বাজারে ঘন্টা খানিক থাকার পর আবারও নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় ডুবুুরি নামিয়ে খোঁজ করা হয়। এদিন সকাল ১০টায় তার নৌকাটি পাশের গ্রাম ফোরেরমূখে তার ব্যবহৃত জুতা ও গামছাসহ পাওয়া যায়। বৃহস্পতিবার সারাদিন ও রাতেও অনেক চেষ্টা করেও তাঁর কোনো খোঁজ মেলেনি। অবশেষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা আনসার পোস্টের তিনশ গজ পশ্চিমে কাপ্তাই হ্রদের পানিতে ডুবন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে তার স্বজনেরা।
শুক্রবার জুমার নামাজের পর দুপুর দুটায় স্থানীয় মসজিদের মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামীরীগের সদস্য ইউসুফ আলী খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো.জানে আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গ্রামবাসী।
আগামী সোমবার দুপুরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার নিজবাড়ী ঝর্নাটিলায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।