আগামী সংসদ নির্বাচনের আগে অনেক অতিথি পাখি সুসময়ের বন্ধুরা ভোট চাইতে আপনাদের কাছে আসবে। আপনাদের ব্যালটের মাধ্যমে তাদের বিতাড়িত করবেন। আপনাদের মনে রাখতে হবে উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের অগ্রযাত্রায় লংগদুবাসী সামিল হবে। উন্নয়নের যাত্রাকে বেগবান করতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।
রাঙামাটির লংগদুতে মহিলা আওয়ামীলীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সাংসদ ফিরোজা বেগম চিনু এমপি ।
তিনি আরও বলেন, লংগদুতে বিদ্যুতের বিভ্রাট আছে। আপনারা জেনে খুশি হবেন কুতুকছড়িতে যে পাওয়ার প্লান্ট স্থাপিত হয়েছে সেটা আগামী ডিসেম্বরে চালু হবে। তখন আর এ এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের ও দেশের মানুষের যে পরিমাণ উন্নয়ন করেছে তাতে নির্বাচনে ভোট চাওয়ার দরকার আছে বলে আমার মনে হয় না। জনগণেরই বলা উচিত আমরা নৌকায় ভোট দেবো।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ লংগদু উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১টায় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাবরিনা তানিয়া হাওয়া।
উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরোয়ার হোসেন মিলনের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ইউসুফ আলী খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক জানে আলম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, সহ-সভাপতি দিনারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহীম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা বেগম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফাতেমা জিন্নাহ, আটারকছড়া ইউনিয়ন শাখার সভানেত্রী মমতাজ বেগম, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক ফাতেমা বেগম, আটারকছড়া ইউনিয়ন শাখার সভানেত্রী কোহিনুর বেগম, কালাপাকুজ্যা ইউপি শাখার বৃষ্টি বেগম।
4 Comments
,,,প্রয়োজনের সময় জনগনের কাছে ভিক্ষারীর মতো ভোট চান আর প্রয়োজন মিটে গেলে ঘরে নিজের স্বামী সাথে ঘুমান এটাই রাজনীতি ভিক্ষারীর কাজ।।
মনত্রী এতদিন দরে. জনগনের. ভাঁট নিয়ে অনেক পঁকেট ভরিয়েছে.. আর পানিতে মরবোনা. এখন শুদু. ভাত খাইয়ে মরতে হবে.দান.
লজ্জা করেনি ভিক্ষারী
http://www.bdmorning.com/desh/313838