নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলায় আগামী ২৭ জুলাই লংগদু সদর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা সদরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ও উপজেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৩৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন রাঙামাটি সদর নির্বাচন কর্মকর্তা সালমা নাজনিন, লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন ও লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু) এর মৃত্যুজনিত কারণে ঐ ইউনিয়নে চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।