‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে রাঙামাটির লংগদুতে ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। এর আগে লংগদু উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে লংগদু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তি ও অধিক তথ্য আদান প্রদানের ফলে কৃষি ক্ষেত্রে ব্যাপক সাফল্যার্জন করেছে বাংলাদেশ। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কৃষি ক্ষাতে ব্যাপক ভর্তুকিসহ নানা সহযোগিতা করছে।
দেশের এ অগ্রযাত্রাকে বেগবান করতে কৃষির সাথে সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান করেন প্রধান অতিথি।
সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিজাম উদ্দীন ভূইয়া, লংগদু থানার পুলিশ কর্মকর্তা দুলাল হোসেন পিপিএম, বন বিভাগের কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা হাতেম আলী প্রমূখ।
লংগদু কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলায় বেশ কয়েকটি স্থানীয় নার্সারি, সরকারি কৃষি বিভাগ ও ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর স্টল অংশ নিয়েছে।