রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউচপুর ফরেস্ট অফিস এলাকায় নদীর ওপর নির্মিত সেতুতে যান চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পাহাড়ি ঢলের প্রবল স্রোতে সেতুটির মাঝখানের একটি পিলারের নিচ থেকে মাটি সরে নড়বড়ে হয়ে গেছে এবং আরেকটি পিলার ও রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতুর ওপর যান চলাচল নিষিদ্ধের কথা জানানো হয়।
উপজেলার পূর্ব পাড়ের বগাচতর, গুলশাখালী ও ভাসাইন্যাদম এই তিনটি ইউনিয়নের অর্ধলক্ষাধিক জনসাধারণ মোটরসাইকেল ও পায়ে হেঁটে যাতায়াত করেন গাউচপুর ফরেস্ট অফিস এলাকার সেতুটি দিয়ে। মঙ্গলবার লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন সরেজমিনে সেতুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এরপরই সকলের সম্মতিক্রমে চলাচলের বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে পারাপারের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় তবে কোনো মোটরসাইকেল চালিয়ে পার হওয়া যাবে না। অতিদ্রæত (২/১ দিনের মধ্যে) আপদকালীন সময়ের জন্য মোটরসাইকেল পারাপারের উদ্দেশ্যে কয়েকটি নৌকার সাহায্যে অস্থায়ী ফেরীর ব্যবস্থা করা হবে। অত্যন্ত দ্রæততার সাথে বিকল্প (বাঁশ ও কাঠের) সেতু তৈরির ব্যবস্থা করা হবে। তখন আর ঝুঁকিপূর্ণ সেতুতে হেঁটে পার হওয়া যাবে না। সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, যথাযথ কর্তৃপক্ষের কাছে নতুন ব্রিজ নির্মাণ সংক্রান্ত প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আশা করা যায়, খুব দ্রæততম সময়ে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।
বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত সকলকে এই সেতু দিয়ে যেন সাবধানের সাথে হেঁটে পারাপার হয় তার জন্য তিনি এলাকাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।