ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে জেলেদের জালে ধরা পড়েছে রাক্ষুসে মাছ সাকার ফিস। কাপ্তাই হ্রদে আগে সাকার ফিস মাছ পাওয়া না গেলেও সম্প্রতি ঘন ঘন এই মাছ ধরা পড়ছে জেলেদের জালে। মঙ্গলবার সকালে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি জামতলা এলাকায় মো. জহিরুল ইসলামের জালে ধরা পড়ে রাক্ষুসে প্রজাতির এই মাছ।
জহিরুল জানায়, সকালে সে তার নিজ বাড়ির কাছে কাপ্তাই হ্রদের পানিতে মাছ ধরার সময় এই প্রজাতির (সাকার ফিস)মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি অন্য মাছের চেয়ে আলাদা হওয়ায় সে মাছ দুটিকে বাজারে নিয়ে যায়। তখনই বুঝা যায় এই মাছটি রাক্ষুসে মাছ। এটা অন্যসব মাছকে খেয়ে ফেলে। আর এই মাছটিও ভক্ষণ করা অনুপযোগী।
এই ব্যাপারে লংগদু উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নব আলো জানান, এই ধরনের মাছ অন্য মাছের পোনা নষ্ট করে এবং অন্যান্য মাছকে খেয়ে ফেলে। এই মাছ আফ্রিকান এবং রাক্ষুসে প্রজাতির মাছ। তাই এই মাছ থেকে সচেতন থাকতে হবে।