রাঙামাটির লংগদুতে জেলা পরিষদের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা পরিষদ সদস্য মো. জানে আলম এসব কম্বল বিতরণ করেন।
প্রায় তিনশ জন শীতার্ত দুস্থ নারী পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় । কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন মিলন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম হোসেন, আওয়ামীলীগ নেতা জহির আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগের সদস্য তানজির আহাম্মেদ প্রমূখ।
1 Comment
ভালো উদ্যেগ।চালিয়ে যান।