নিজস্ব প্রতিবেদক, লংগদু
রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ ও বাজারজাতকরণ বন্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের সময় লংগদু উপজেলার বিভিন্ন এলাকা থেকে জব্দকরা নৌকা ও জাল নিলাম দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
গত বুধবার লংগদু উপজেলা সদরে মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) লংগদু কার্যালয়ে এই নিলামের আয়োজন করা হয়। ৮৬টি নৌকা, ২টি ইঞ্জিনচালিত নৌকা, ৭টি কেঁচকি জাল, ৮ বান্ডেল সুতার জাল ও ১টি টেংরা জাল নিলামে তোলা হয়।
নিলাম প্রক্রিয়ায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম, বিএফডিসি লংগদু উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন প্রমুখ উ্পস্থিত ছিলেন। বিএফডিসি কর্মকর্তারা জানান, এক দিনেই সকল নৌকা ও জাল নিলাম কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিলাম বাবদ বিএফডিসির প্রায় ২ লাখ ৫০ হাজার অর্থ আয় হয়েছে।
বিএফডিসি লংগদু উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন জানান, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধের নির্ধারিত সময়ের মধ্যে বৃষ্টিপাত কম হওয়ায় কাপ্তাই হ্রদে পরিপূর্ণপানি হয়নি। তাই ১০দিন করে দুই দফায় আরও ২০দিন মৎস্য শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে জেলাপ্রশাসন। তিন মাস মাছ ধরা বন্ধের সময়ে সরকার নিবন্ধনকৃত জেলেদের প্রতি মাসে ২০ কেজি হারে মৎস্য ভিজিএফ খাদ্য প্রদান করেছে।