করোনা ভাইরাসের মহামারিতে যখন সবাই অমানিশার অন্ধকারে নিমজ্জিত তখন সেই সময় মনবতার মহান ব্রত নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ে একটি দুর্গম অঞ্চলেও বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কল্যাণে সেবার হাতকে সব সময় প্রসারিত করে চলেছে।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের একটি চিকিৎক টিম।
রবিবার সকালে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে খাগড়াছড়ি সদর জোনের মেজর উম্মে হাবিবা আসমা এর নেতৃত্বে ৫ফিল্ড অ্যাম্বুলেন্স এর একটি চিকিৎসক দল এবং ২০৩ পদাতিক বিগ্রেড এর সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের চিকিৎসক দল ৯৬ গর্ভবতী মাকে চিকিৎসা সেবা ও ঔষধ খাদ্যসামগ্রী প্রদান করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।