লংগদু উপজেলায় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সম্প্রতি লংগদুতে অগ্নিসংযোগের ঘটনাকে ‘সাজানো’ দাবি করে এই ঘটনায় আটক বাঙালীদের ‘নিরীহ বাঙ্গালী’ দাবি করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ। একই সাথে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা মামলা’ দাবি করে
চলমান গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।
মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্দ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য শ্রমিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ রাসেল ইসলাম সাগর, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির আলম, সিঃ সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, যুগ্ম সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, যুবনেতা মোঃ আজগর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ১ জুন ভাড়ায় মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে লংগদু উপজেলা থেকে খাগড়াছড়িতে ২জন উপজাতীয় যুবক পরিকল্পিতভাবে ভাড়া নিয়ে দীঘিনালা উপজেলার চার মাইল এলাকায় হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।
‘উক্ত হত্যাকান্ডে জড়িত অপরাধীদের আড়াল করার জন্য লংগদু উপজেলার বাঙালিরা যখন নয়নের জানাজা নিয়ে ব্যস্ত ঠিক তখনি পরিকল্পিতভাবে লংগদু উপজেলায় উপজাতী সন্ত্রাসীরা কিছু নিরীহ উপজাতীদের ঘরবাড়ি পুড়িয়ে নিরীহ অসহায় বাঙ্গালিদের উপর দোষ চাপায় এবং এ ঘটনার সাথে বাঙ্গালীরা জড়িত বলে মিথ্যা অভিযোগ করে ও সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গণগ্রেপ্তারের মাধ্যমে এলাকায় পুরুষ শুণ্যতা সৃষ্টি করেছে।’
এতে উক্ত এলাকায় নিরীহ নারী ও শিশুরা আতংক ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করেছে। উক্ত সাজানো মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি, গণগ্রেপ্তার ও হয়রানী বন্ধের জোর দাবি জানান। মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে আগামী ৭২ ঘন্টার ভিতর মিথ্যা মামলায় গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি, গণগ্রেপ্তার ও হয়রানী বন্ধ করা না হলে লংগদু উপজেলায় আগামী রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য হরতালের ডাক দেয়া হয়।
এছাড়াও পর্যায়ক্রমে জেলা থেকে শুরু হয়ে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, হরতাল সহ কঠিন কর্মসূচী পালন করা হবে বলে হুঁশিয়ারী দেন তারা। (প্রেস বিজ্ঞপ্তি)
9 Comments
Ki korba loja logena
ছাগলে কি না খায় ।পাগলে কি না বলে। এখানে যারা সম্মেলন করছে তারা সবাই পাগল।
পাগলা কুকুরে কামর দিছে না কি?ছি ছি ছি লজ্জা লাগে না?
সটিক ।
দেরিকরেহলেও অন্যায়ের বারুদ্দে মানুষ যেগেউঠেছে।
হুমকীর পরোয়া করিনা আমরা
তাঁরা ‘নিরহ’ বাঙ্গালী, নিরীহ নয়।
Tora bangali chatra parishad karos tik ace kinto mitta kathaI rajniti kre toder astito besidin thakbe ai cht.
right