জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা লংগদুতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র দুটি গ্রুপেই চ্যাম্পিয়ন হয়েছে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলসহ অংশগ্রহনকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, ক্রীড়া শিক্ষক ওসমান গনি, শিক্ষক তৌহিদুর রেজা, ইখতেয়ার জামান, সঞ্জয় চাকমা প্রমূখ।
Previous Articleকাপ্তাই হ্রদে নামছে সিভাসু গবেষনা তরী
Next Article বান্দরবানে সেই পুরনো নেতৃত্বই