রাঙামাটির লংগদুতে প্রথমবারের মতো করোনা পজিটিভ দুজন রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় ১০জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে লংগদুর ২জন রয়েছে। তারা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে লংগদুতে ফিরেছে। গত ৫ মে তাদের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, ‘প্রথম দফায় নারায়ণগঞ্জ থেকে ফেরা শ্রমিকদের মধ্যে ২জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। এ দম্পতি উপজেলার গুলশাখালী ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কক্ষে কোয়ারেন্টাইনে আছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো। ওই প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা আরো ৪টি পরিবারকে আলাদা কক্ষে রাখা হয়েছে। এবং প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য গত ৪, ৯ ও ১৩ মে তিন দফায় নারায়ণগঞ্জ থেকে ১৭০জন শ্রমিক লংগদুতে ফিরেছে। তাদের সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যার মধ্যে ২টি পজেটিভ এবং ১২টি নেগেটিভ এসেছে।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১