রাঙামাটির লংগদুতে এবার এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা।
তিনি জানান, রবিবার বিকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন উপ-সহকারি স্বাস্থ্য কর্মকর্তা কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় মোট ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের কারো শরীরে কোনো উপসর্গ নেই বলেও তিনি জানান।
এদিকে করোনায় আক্রান্ত ওই কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে রেখেছে উপজেলা প্রশাসন। এছাড়া আক্রান্ত কর্মকর্তার বাড়ী লকডাউন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন। তিনি বলেন, ‘আজ (রবিবার) একজন স্বাস্থ্য কর্মকর্তাসহ লংগদুতে মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ইতোমধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।’