রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানা থেকে সেনাবাহিনীর উদ্ধারকৃত বিভিন্ন সরঞ্জামাদি উপজেলা প্রশাসনের উদ্যোগে ধ্বংস ও নিলাম দেওয়া হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমাম ও লংগদু থানা অফিসার ইনচার্জা রঞ্জন কুমার সামন্ত’র উপস্থিতে লংগদু থানা প্রশাসন সেনাবাহিনীর উদ্ধারকৃত সন্ত্রাসীদের বিভিন্ন সরঞ্জামদি (আলামত) আগুন দিয়ে পুড়িয়ে ধংবস করা হয়। এসময় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেনও উপস্থিত ছিলেন।
লংগদু থানা অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানান, গত ২০১৭ সালের ২৯জুন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আঃ আলীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার গলাছড়ি এলাকার ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় গোপন সংবাদের বিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র, গোলা বারুদসহ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জামাদি(আলামত) উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে লংগদু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
উদ্ধারকৃত সরঞ্জামের(আলামত) মধ্যে যে গুলো ধবংস করা হয়েছে তা হলো সেনাবাহিনীর শার্ট ৭টি, প্যান্ট ৬টি, ক্যাপ ৪টি, গেঞ্জি ১টি, বিভিন্ন ব্যাগ ৯টি, নাগ্রা জুতা ৭ জুড়া, বই ও চাঁদা সংগ্রহের বই ৪টি। এছাড়া ঐসময়ে উদ্ধারকৃত ৪টি সিম্পনি মোবাইল সেট ৬ হাজার ৬৫০ টাকায় নিলামে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয় বলে প্রশাসন জানায়।