লংগদুতে আইন শৃঙ্খলা সভা

লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দঃ) জনি রায়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান সহ বিভিন্ন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ। এছাড়াও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৭ জুলাই লংগদু সদর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। লংগদুতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং আগামীতেও যাতে এর ধারাবাহিকতা বজায় থাকে এব্যাপারে সুদৃষ্টি রাখার আহবান জানানো হয়।