লংগদুতে অনুপস্থিত ৩৮ জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে লংগদুর দুটি কেন্দ্রে ৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। শনিবার সারাদেশে একযোগে এ পাবলিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে জেএসসির বাংলা ও জেডিসির কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন লংগদুর দুটি কেন্দ্রে নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে মোট ১৩০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ৩৮ জন শিক্ষার্থীর অধিকাংশ ছাত্রী বলে জানাযায়।
সরেজমিনে উপজেলার লংগদু সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও লংগদু বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে ৩৮ জন শিক্ষার্থীর অনুপস্থিতির তথ্য পাওয়া যায়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসির ১৭ জন এবং জেডিসির ২ জন শিক্ষার্থী আছে বলে জানিয়েছেন এ কেন্দ্রের সচিব রাজিব ত্রিপুরা। এবং বালিকা বিদ্যালয় কেন্দ্রের জেএসসির ১৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে জানান কেন্দ্র সচিব রবি রঞ্জন চাকমা। দুটি কেন্দ্রের অনুপস্থিত ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন ছাত্রী এবং ১৩ জন ছাত্র। এবছর উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৪৭৬ জন।