রোয়াংছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)র এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মংসিংশৈ মারমা (৪০)। সে স্থানীয় বাসিন্দার নিসামং মারমার পুত্র। শনিবার সকালে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক পাহাড়ে কবিরাজের কাজ করতো।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ঘরের বাইরে বসে থাকা অবস্থায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে যুবককে গুলি করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত যুবক পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)র রাজনীতির সাথে জড়িত ছিলো বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এক জনকে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকান্ডের কারণ এবং কারা জড়িত বিষয়টি নিশ্চিত নয়।