বান্দরবানের রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বন্দুক যুদ্ধে এ তঞ্চঙ্গ্যা নারীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে নিহতের শিশু পুত্র। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে অংগ্যাপাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি মূল (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র ক্যাডাররা অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে বেশকিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। এসময় বন্দুক যুদ্ধে স্থানীয় এক নারীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় নিহতের শিশু পুত্র অঞ্জুন কোয়েল তঞ্চঙ্গ্যা (৪)। নিহত নারীর নাম শান্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮)। সে অংগ্যা পাড়ার বাসিন্দার রাঙ্গানিয়া তঞ্চঙ্গ্যার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদ কবির জানান, গোলাগুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে নিহতের শিশু পুত্রও। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত: সদর উপজেলার বাঘমারার ৭ জুলাই অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় জেএসএস এমএন লারমা (সংস্কার) গ্রুপের শীর্ষনেতাসহ ৬ জনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয় আরও ৩ জন।
Breraking
- পদ্ম সেতু উদ্বোধনে রাঙামাটিতে শোভাযাত্রা
- নাশকতার অভিযোগে জামায়াতের চার নেতা আটক: মুচলেকায় ছেড়ে দিল পুলিশ
- রাজস্থলীতে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- কাপ্তাই থানা পুলিশের আনন্দ র্যালি
- পদ্মা সেতুর উদ্বোধনে লংগদুতে আনন্দ মিছিল
- লামায় কোয়ান্টাম কসমো স্কুলের আনন্দ র্যালি
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে লক্ষীছড়িতে বর্ণাঢ্য র্যালি
- বান্দরবানে মধুমাসের ফলে সয়লাব বাজার