রোটার্যাক্ট ক্লাবের বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন

সাইফুল হাসান ॥
রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটি আয়োজিত বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি “সবুজ বনায়ন” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি শহরের বনরূপায় এ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিপি রোটার্যাক্টর অলি আহাদ, এক্স রোটার্যাক্টর আব্বাস উদ্দিন (আজম), সহ-সভাপতি রোটার্যাক্টর নাজমা আক্তার, ক্লাব সার্ভিস ডিরেক্টর সাজেদা আক্তার ও ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সাঈম উদ্দিন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পাহাড়ের ফসলি জমি ধ্বংস করে সবাই ঘরবাড়ি নির্মাণ করছে, ফসলি জমি ও পাহাড়ের গাছপালা বিনষ্ট করে দালানকোঠা নির্মাণ করার ফলে পাহাড়ের মাটির ভারসাম্য হারিয়ে বিভিন্ন সময় পাহাড় ধস দেখা যাচ্ছে। ফসলি জমি বা পাহাড় রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।
শহরের বিভিন্ন স্থানে সকলের মাঝে বিভিন্ন ধরনের ফল-ফুল, বনজ-ঔষধি প্রায় ৪০০ চারা গাছ বিতরণ করা হয়।