বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রোজা রেখেও এক অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ও দুপুরে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের লম্বাবিল গ্রামের কৃষক মনু মিয়ার ৪৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা ও এম,এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি রিফাত, ছাত্রনেতা এসএমএন তারেক, কলেজ ছাত্রলীগ সাবেক যুগ্ম সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক ইকবাল মোরশেদ, ছাত্রনেতা রবি, শহিদ, রহিম, সার্জান, হাবিব, সাইফুল, জসিম, সোহাগ, ইয়াসিন, চাইচিং মার্মা, মংলা মার্মা, চিং মার্মা, ফয়সাল সহ অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, তারা প্রায় সবাই রোজা ছিলেন। কিছুটা কষ্ট হলেও ওই কৃষকের মুখের হাসি তাদের কষ্ট দূর করে দিয়েছে।