করোনা ভাইরাসের করানে সবাইকে ঘরবন্দী থাকতে হচ্ছে যার ফলে ধান পেঁকে যাওয়া ফলেও শ্রমিক সংকটের কারনে পাঁকা ধান ঘরে তুলতে পারছেনা সাধারণ কৃষকরা। সেইসব অসহায় কৃষকের পাশে এসে দাড়িয়েছে লংগদু উপজেল ছাত্রদল।
শুক্রবার দুপুরে মাইনী জারুল বাগান এলাকায় মো. নাছিরের দেড় বিঘা ধান কেটে বাড়ি পৌঁছে দেয় তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (চট্টগ্রাম বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের নির্দেশে রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন এর অনুপ্রেরণায় লংগদু উপজেলা ছাত্রদলের বিল্পবী সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (তারা) ও সার্বিক সহযোগীতায় ছিলেন লংগদু উপজেলা ছাত্রদলের বিল্পবী যুগ্ন সম্পাদক তরিকলু ইসলাম তুহিন। এসময় আরো ছিলেন আব্দুল আলিম, শাহিন, শাহ আলম, আনোয়ার, জামাল, মনির, শাহাদাতসহ আরো ১৫ থেকে ২০ জন নেতাকর্মী রোজা রেখে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আসেন।
শ্রমিক সংকটে থাকা কৃষক মো. নাছির উদ্দিন বলেন, করোনার কারনে কেউ ধানকাটতে আসতে চাচ্ছে না। আবার ধান পেকেও গেছে, এই সপ্তাহে ধান মধ্যে ধান কাটতে না পারলে ধান সব নস্ট হয়ে যেত এমন সময় ছাত্রদলের নেতাকর্মীরা আমার বিপদের সময়ে পাশে এসে দাড়িয়ে আমার উপকার করলো। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।
রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরজ হোসেন সুমন বলেন,রাঙামাটির ছাত্র সমাজের শেষ আশ্রয়স্থল রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির ভাইয়ের অনুপ্রেরণায় দেশের এই সময়ে কৃষক ধান কাটা নিয়ে চিন্তায় আছেন তাই অসহায় কৃষকের পাশে থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছি। যতদিন করোনা ভাইরাস থাকবে এবং অসহায় কৃষকের চাহিদা মত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।