বান্দরবানের রুমা উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকালে ১০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রুমা উপজেলার পৃথক স্থান থেকে তাদেরকে পুলিশ আটক করেন। বুধবার রাতে রুমা বাজার সাতকানিয়া হোটেল থেকে ৬ জন এবং উপজেলার সদর ঘাট থেকে ৪জনসহ ১০জনকে আটক করা হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হলেন, মোঃ আলী উল্লাহ (২৩), মোঃ রহিম উল্লাহ (২৫), মোঃ আব্দুল্লাহ (২৫), মোঃ রহিম উল্লাহ (৪৮), মোঃ ইউনুস (২৫), মোঃ দিলদার উল্লাহ (২০), মোঃ আলী জোহর (২০), মোঃ ফারুক হোসেন (২১), মোঃ সাদেক (১৯) ও মোঃ হাসান (১৮)। আটকৃতরা সবাই উখিয়া, কক্সবাজার কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে পালিয়ে আসছে।
এদিকে রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাকে বান্দরবান জেলা প্রশাসক মাধ্যমে কক্সবাজার, কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
2 Comments
thank u
police vaider k
thank u