বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে পোষাক, ভোটার আইডি কার্ড’সহ সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা চাঁদার জন্য কাঠ বোঝাই ২টি ট্রাক আটকে রাখে। খবর পেয়ে রুমা জোনের সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সেনাবাহিনীর পেট্টোল টিমের সদস্যরাও পাল্টা গুলি বর্ষণ করে। এসময় দু’পক্ষের মধ্যে প্রায় ত্রিশ মিনিট থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর ৬৯ সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর মো: তৌহিদ জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা ২টি গাছের ট্রাক আটক চাঁদা দাবী করছে। ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পাইন্দু মাঝেরপাড়া ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা সেনাবাহিনীর পেট্টোল টিমের উপর গুলি ছুড়ে। সেনা সদস্যরাও আত্মরক্ষায় গুলি বর্ষণ করেছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত পোষাক, ভোটার আইডি কার্ড’সহ সরঞ্জাম করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।