নিজস্ব প্রতিবেদক
সংগঠনের সাধারন সম্পাদক অন্য সংগঠনের সদস্য হিসেবে যোগ দেয়ায় নিজেদের যুগ্ম সাধারন সম্পাদক হেফাজত সবুজকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দিয়েছে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি।
সোমবার বিকালে রাঙামাটি শহরের নিউ কোর্ট বিল্ডিং এলাকায় নিজস্ব কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।
তিনি জানিয়েছেন, সভায় অন্য সংগঠনে যোগ দেয়ায় সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান রাজন ও সদস্য শংকর হোড়কে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে এই কমিটির মেয়াদ শেষ না হওয়া অবধি যুগ্ম সাধারন সম্পাদক ও সময় টেলিভিশনের সাংবাদিক হেফাজত সবুজকে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। বুধবার বিদায়ী দুইজনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে এবং নতুন সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’
সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়া সৈয়দ হেফাজত উল বারি সবুজ, দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর নির্বাহী সম্পাদক এবং সময় টেলিভিশনের রাঙামাটি জেলা প্রতিনিধি।
দুই যুগ আগে ১৯৯৭ সালে যাত্রা শুরু করা রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অন্য সদস্যরা হলেন দৈনিক যুগান্তরের সুশীল প্রসাদ চাকমা, দৈনিক সমকাল ও একুশে টিভির সত্রং চাকমা,দৈনিক প্রথম আলো’র সাধন বিকাশ চাকমা, দৈনিক আমাদের সময় এর জিয়াউর রহমান জুয়েল,দৈনিক পূর্বদেশ এর কামালউদ্দিন এবং দৈনিক আমাদের নতুন সময় এর চৌধুরী হারুনুর রশীদ।
সম্প্রতি এই সংগঠনটি ছেড়ে সাখাওয়াৎ হোসেন রুবেল ও আনোয়ার আল হকের নেতৃত্বাধীন রাঙামাটি প্রেসক্লাবে সদস্য হয়েছেন যমুনা টেলিভিশনের ফজলুর রহমান রাজন ও মাছরাঙা টিভি এবং দেশ রূপান্তরের প্রতিনিধি শংকর হোড়।
রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা জানিয়েছেন, ‘ আমরা রিপোর্টার্স ইউনিটিতে আরো ঢেলে সাজাতে চাই। নতুন সদস্য নেয়া এবং পেশাদারিত্ব নিশ্চিতে আমরা কাজ করব।’
নতুন সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়া হেফাজত সবুজ বলছেন, ‘রাঙামাটিতে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে সাংবাদিকতা পুরো পেশাটাই যখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, সেই সময় ঐতিহ্যবাহি এই সংগঠনের দায়িত্ব নেয়া বেশ চ্যালেঞ্জেরই। তবে আমি চেষ্টা করব,সততার সাথে পেশাদার সাংবাদিকতা কে এগিয়ে নিয়ে যাওয়ার।’