বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ফরমায়েসী রায়ের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের মিল্লাত চত্ত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি শহরের ভাঙ্গাব্রীজ এলাকা অতিক্রম করতে চাইলে পুলিশ আটকে দেয়। পরে গণপূর্ত অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশে আদালত তারেক জিয়ার বিরুদ্ধে ২১ আগস্ট হামলা মামলার সাজানো রায় দিয়েছে। বানোয়াট এ রায় প্রমাণ করে অবৈধ শেখ হাসিনা সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে পুরো দেশকে জিম্মি করে ফেলেছে।
অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবি করে তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্তদের রায় প্রত্যাখান করে নেতৃবৃন্দ বলেন, গণভবনের দেয়া রায় এদেশের মানুষ গ্রহণ করেনি। মিথ্যা মামলা ও রায় দিয়ে বিএনপিকে না দমিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে বিএনপির জনপ্রিয়তা যাচাই করার আহবান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, অর্থ সম্পাদক মুফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।