
খাগড়াছড়ির রামগড় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদী দিয়ে বিএসএফ কর্তৃক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয়জনগণ ও বিজিবি সদস্যরা। শুক্রবার ১,মে রাত সাড়ে নয়টায় বিজিবি-বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে সীদ্ধান্ত হয় ভারতীয় অংশে রেখেই ওই ব্যক্তির পরিচয় খুঁজে বের করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫ টার দিকে রামগড় সীমান্তের থানা ঘাট এলাকার ফেনী নদী দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রæম থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মানসিক ভারসাম্যহীন এক পুরুষকে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে। রামগড়ের স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে জোয়ানরা নদীর পাড়ে অবস্থান নিয়ে পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দেয়।
রামগড় ৪৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, বিজিবির প্রতিরোধের মুখে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বিএসএফ ফেরত নিলেও সীমান্তে উত্তেজনা বিরাজ করায় রামগড়ের মহামুনী এলাকায় নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ এলাকায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি গুইমারা সেক্টরের কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান। বৈঠকে মানসিক ভারসাম্যহীন এ নাগরিককে ভারতে রেখেই তার পরিচয় শনাক্তের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়।