শ্যামল রুদ্র, রামগড় ॥
খাগড়াছড়ি রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ ডিসেম্বর বিজয় ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় রামগড় হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ওসি সামসুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ কাজী শাহজাহান, সংরক্ষিত নারী সদস্যা কণিকা বড়ুয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম- বিবি আয়শা, কাউন্সিলর মো. আবুল বশর, বাদশা মিয়া, আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী আলমগীর, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য-সদস্যা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।