রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ি রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।
বুধবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজু মার্মার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ও প্রদেশ ত্রিপুরা। আরো উপস্থিত উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহানসহ স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দ।