রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের থানাচন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রী (১২) কে শ্লীলতাহানির অভিযোগ এনে ওই ছাত্রীর মা রামগড় থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। সে লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে এবং ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন বাড়ির কাজ দেখানোর কথা বলে ওই ছাত্রীসহ অপর এক ছাত্রীকে ক্লাসরুমে থাকতে বলে। পরবর্তীতে ওই দুই ছাত্রীর একজনের শরীরের র্স্পশকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। অভিযুক্ত শিক্ষক ছাত্রীটির হাতে পরে ১শ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
মামলার বাদী ছাত্রীর মা বলেন, মেয়ে স্কুল থেকে ফিরে তাকে ঘটনাটি জানান।
পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক বিষয়টি সম্পর্কে আমাদের জানান। শুক্রবার ভুক্তভোগী ছাত্রীকে সাথে নিয়ে তার মা রামগড় থানায় শিক্ষক বেলায়েতে হোসেনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করেন। ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এলাকার জনগনের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসি।
রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. ইলিয়াছ জানান, বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
জানতে চাইলে, অভিযুক্ত শিক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত নন।
Previous Article২০ বছর আগের এক এ্যাম্বুলেন্সেই নির্ভর পুরো কাপ্তাই
Next Article চিৎমরমে পূণ্যার্থীর ঢল