‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য শহর রামগড়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা টাউনহল প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত।
স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারী।
বক্তারা যুব সমাজের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
রামগড়ে যুব দিবস পালিত
