রামগড় বাজার বাসস্টান্ড এলাকা থেকে স্যালাইনের প্যাক ভর্তি স্থানীয়ভাবে তৈরী ৩৫ লিটার চোরাই মদসহ ৩ যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ। আটককৃতরা হলেন, ভূজপুর থানার নতুন বাজারের খোকন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (২১), পৌরসভার গর্জনতলীর ধন মিয়ার ছেলে মোঃ নুর নবী (৩০) ও আজহার হোসেনের ছেলে আজগর হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের শান্তি কাউন্টারের পাশে যাত্রীবেশে তিন যুবককে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার চোরাই মদসহ আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা মাদক পাচারকারি দলের সক্রিয় সদস্য। আটককৃতরা ফেনীর উদ্দেশ্যে ১ লিটারের স্যালাইন প্যাকে মদগুলি পাচার করতে চেয়েছিলো।
রামগড় থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটককৃত ৩ যুবককে হাতেনাতে মদসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়িস্থ জেল হাজতে চালান দেয়া হয়েছে। তিনি আরো জানান, রামগড় থানার মাদক অভিযানে গত তিন মাসে প্রায় ৫৮ হাজার ৬শত টাকা মূল্যের ৮০ লিটার মদ, ৭৩ পিচ ইয়াবাসহ ১১জনকে আটক করা হয়েছে।
Breraking
- সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বোমাং সার্কেল হেডম্যান সম্মেলন
- রাজস্থলীতে উন্নয়ন বোর্ডের সোলার প্যানেল বিতরণ
- রাবিপ্রবি কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন
- কাপ্তাইয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ
- ৩৭ বছর পর পাকিস্তান জেল থেকে মোনাফের ঘরে ফেরা
- বিলাইছড়িতে সেনা জোনের হেডম্যান-কার্বারি সম্মেলন
- রাঙামাটি ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ
- রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের প্রচারণা ও মাস্ক বিতরণ